¡Sorpréndeme!

Kangana-র বিরুদ্ধে দেশ জোড়া ক্ষোভ, ভারতের স্বাধীনতা \'\'ভিক্ষা\'\' মন্তব্যে তোলপাড়

2021-11-12 2 Dailymotion

কংগ্রেস নেতা আনন্দ শর্মা নিজের ট্যুইটার হ্যান্ডেলে কঙ্গনার ভারতের স্বাধীনতা মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, কঙ্গনার এই মন্তব্য অনভিপ্রেত। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উচিত কঙ্গনার পদ্মশ্রী সম্মান ফেরৎ নেওয়া। মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্য়াটেল, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদদের অপমান করছেন বলেও তোপ দাগেন আনন্দ শর্মা।